এফএনএস : আজ (রোববার) ০৬ মার্চ, ২০২২। রোমক স¤্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষর (১৭৭৪)। রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষর (১৭৭৫)। ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন । এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন (১৮৩৬)। ব্রিটিশ সৈন্যদের চশমা ব্যবহারের অনুমতি প্রদান (১৯০২)। চীনে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি বন্ধ (১৯২২)। ফ্রান্সের কাছ থেকে মরক্কোর স্বাধীনতা পুনরুদ্ধার (১৯৫৬)। ব্রিটেনের দুটি উপনিবেশ আফ্রিকার গোল্ডকোস্ট ও টোগোল্যান্ড একত্রিত হয়ে স্বাধীন রাষ্ট্র ঘানার জন্ম (১৯৫৭)। ইসরাইলী বাহিনীর জাতিসংঘ বাহিনীর কাছে গাজা উপত্যকা হস্তান্তর (১৯৫৭)। ভারতের বরদায় বিষাক্ত মদপানে ১০৯ জনের মৃত্যু (১৯৮৯)। শ্রীলঙ্কার সামরিক ঘাটিতে তামিল টাইগার গেরিলাদের হামলায় ২১৩ জন নিহত (১৯৯৭)।