এফএনএস : আজ (সোমবার) ০৭ মার্চ’ ২০২২। মোগল স¤্রাট হুমায়ুনের জন্ম (১৫০৮)। শেখ আবদুলাহর সম্পাদনায় বাংলার মুসলমান সম্পাদিত প্রথম সাপ্তাহিক সমাচার সভা রাজেন্দ্র প্রকাশিত (১৮৩১)। ভারতে সরকারি অফিসে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন (১৮৩৫)। মাদ্রিদে কমিউনিস্ট ও নন কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধ শুরু (১৯৩৯)। রেঙ্গুন থেকে ব্রিটিশ সেনাবাহিনী প্রত্যাহার (১৯৪২)। ইরানের প্রধানমন্ত্রী আলী রাজমারা আততায়ীর হাতে খুন (১৯৫১)। লাইবেরিয়ায় বহুজাতিক আফ্রিকান সেনাবাহিনীর নতুন সরকার প্রতিষ্ঠা (১৯৯৪)। এরিয়েল শ্যারনের ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ (২০০১)।