এফএনএস : আজ (মঙ্গলবার) ০৮ মার্চ’২০২১। খ্রিস্টান ক্রুসেডাররা আনতাকিয়া ও হেমসসহ বিভিন্ন মুসলিম শহরে ব্যাপক আক্রমণ চালায় (১৯৬৬)। ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যু (১৭০২)। নর্থ সী ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু (১৮৬৫)। পদার্থবিজ্ঞানী অটোহান-এর জন্ম (১৮৮৩)। নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স প্রদান (১৮৯৪)। পেট্রো গ্রাদে রুশ বিপ্লব শুরু (১৯১৭)। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু (১৯৩০)। ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ (১৯৪৯)। পূর্ববঙ্গ পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগের শোচনীয় পরাজয় (১৯৫৪)।