এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১০ মার্চ, ২০২২। বাংলা অব্দের প্রচলন শুরু (১৫৮৫)। স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ডের যুদ্ধ ঘোষণা (১৬২৪)। প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু (১৮০১)। মিশর থেকে সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু (১৯১৯)। ব্রিটিশ সরকার কর্তৃক বাংলার কমিউনিষ্ট পার্টিকে বেআইনি ঘোষণা (১৯৩৪)। দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় জাপানি বাহিনীর কাছে রেঙ্গুন (বর্তমানে মায়ানমার)এর পতন (১৯৪২)। মিশরে মৌলবাদ দমন অভিযান। পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি (১৯৯৩)। দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভ‚মিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার (২০০০)।