এফএনএস : আজ (শনিবার) ১২ মার্চ, ২০২২। ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রিয়ার যুদ্ধ ঘোষণা (১৭৯৯)। লর্ড অকল্যান্ডের ভারতবর্ষ ত্যাগ (১৮৪২)। রাশিয়ার বিরুদ্ধে গঠিত তুরস্ক, ব্রিটেন ও ফ্রান্সের জোট ভেঙে যায় (১৮৫৪)। আমেরিকায় গার্ল স্কাউট আন্দোলন শুরু (১৯১২)। প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ফজলে লোহানির জন্ম (১৯২৮)। ভারতে গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আইন অমান্য অভিযান শুরু (১৯৩০)। প্রেসিডেন্ট সুকনোকে ক্ষমতাচুতো’র পর জেনারেল সুহার্তোর ইন্দোনেশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ (১৯৬৬)। মরিশাসের স্বাধীনতা ঘোষণা (১৯৬৮)। কাঠমান্ডু ষ্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ৭০ ফুটবলপ্রেমীর মৃত্যু (১৯৮৮)। ঔপন্যাসিক সমরেশ বসুর মৃত্যু (১৯৮৮)। ভারতের বোম্বেতে উপর্যুপরি বেশ ক’টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২শ’নিহত, আহত ১১শ’ (১৯৯৩)।