এফএনএস : আজ (বুধবার) ১৬ মার্চ’২০২২। যানোয়ার যুদ্ধে স¤্রাট বাবরের কাছে সম্মিলিত হিন্দু বাহিনী পরাস্ত (১৫২৭)। ইংল্যান্ডের ২০ বছর স্থায়ী দীর্ঘতম পার্লামেন্ট বিলুপ্ত (১৬০০)। মার্কিন প্রেসিডেন্ট জেমস মেডিসনের জন্ম (১৭৫১)। সুইডেনের রাজা দ্বিতীয় গুস্তাভ স্টক হোমে রয়েল অপেরায় এক নাচের অনুষ্ঠানে গুলিতে নিহত (১৭৯২)। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমী প্রতিষ্ঠিত (১৮০২)। ব্রিটেন প্রথম ফুয়াদের নেতৃত্বাধীন মিশরকে স্বীকৃতি দান (১৯২২)। ভার্সাই চুক্তি ভঙ্গ করে হিটলারের বাধ্যতামূলক সামরিক নিয়ােগ পুনঃপ্রবর্তন (১৯৩৫)। এক প্লাটুন মার্কিন সৈন্য কর্তৃক ভিয়েতনামের মাই লাই-এ ১শ বন্দীকে হত্যা (১৯৬৮)। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্বিতীয়বার সরকার গঠন (১৯৭৩)।