এফএনএস : আজ (রোববার) ২০ মার্চ, ২০২২। কলকাতার সুতানুটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন (১৬৮৬)। ভারতের স্বাধীনতা সংগ্রামে সহানুভ‚তিশীল ইংরেজ মনীষী চার্লস ফ্রিয়র এভুজের ভারতে আগমন (১৯০৪)। ভারতের প্রথম ভাইসরয় লর্ড কার্জনের মৃত্যু (১৯২৫)। ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত (১৯৩৫)। হাবিব বুরগিরা তিউনিশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৫৬)। জাপানের মাউন্টফুজি পর্বতে ওঠার সময় তুষারপাতে ১৯ পর্বতারোহীর মৃত্যু (১৯৭২)। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়ার স্বাধীনতা লাভ (১৯৯০)। বাংলাদেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত (১৯৯১)। রাশিয়ায় প্রেসিডেন্ট বরিশ ইয়েলৎসিনের জরুরি অবস্থা জারি (১৯৯৩)। তিউনিশিয়ায় প্রথম বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন (১৯৯৪)।