এফএনএস : আজ (শুক্রবার) ২৫ মার্চ, ২০২২। ইংরেজ কবি উইলিয়াম হ্যামিল্টনের মৃত্যু (১৭৫৪)। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে আমিয়ার সন্ধি স্বাক্ষর (১৮০২)। ব্রিটিশ পার্লামেন্টে দাস ব্যবসার বিলোপ সাধন (১৮০৭)। ইতালির ইথিওপিয়া দখল (১৮৯৫)। নিউইয়র্কের ট্রায়াঙ্গল সার্টওয়েস্ট কোম্পানিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪৬ অভিবাসী শ্রমিক নিহত (১৯১১)। ইলিওনোইসের সেন্ট্রালিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১১১ (১৯৪৭)। রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইকোনমিক কমিউনিস্ট প্রতিষ্ঠা (১৯৫৭)। সৌদি বাদশা ফয়সাল ভাতিজার গুলিতে নিহত (১৯৭৫)।