এফএনএস : আজ (সোমবার) ২৮ মার্চ, ২০২২। আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তি আইন অনুমোদন (১৮০০)। উর্দু ভাষায় প্রথম ভারতীয় সংবাদপত্র সাপ্তাহিক ‘জাম-ই-জাহান জুম্মা’ প্রকাশিত (১৮২২)। রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্স ও ব্রিটেনের যুদ্ধ ঘোষণা (১৮৫৪)। কনস্টানটি নোপলের নাম ইস্তাম্বুল ও আঙ্গোরার নাম আংকারা নির্ধারণ (১৯৩০)। স্পেনের জেনারেল ফ্লাঙ্কোর ক্ষমতা দখল (১৯৩১)। জাপান নানকিংয়ে চীন প্রজাতন্ত্রের পুতুল সরকার গঠন (১৯৩৮)। মাদ্রিদ জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কের বাহিনীর কাছে আত্মসমর্পণ এবং স্পেনের গৃহযুদ্ধের অবসান (১৯৩৯)। সুদান সেনাবাহিনীর অভ্যুত্থান ব্যর্থ। আলজেরিয়ায় ইউরোপীয় সিক্রেট আর্মি সংগঠন ফরাসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক গেরিলা যুদ্ধ ঘোষণা (১৯৬২)। ইকুয়েডরে ভ‚মিকম্পে ৫০ জন নিহত (১৯৯৬)।