এফএনএস : আজ (সোমবার) ৩১ জানুয়ারি, ২০২২। খারেজীদের বিরুদ্ধে নহরওয়ান যুদ্ধ সংঘটিত (৬৫৯)। মোগল সেনাপতি বৈরাম খান নিহত (১৫৬১)। সোভিয়েত লাল ফৌজের ১৭ মাস যুদ্ধের পর জার্মানের কাছ থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার (১৯৪৩)। মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত (১৯৫২)। নাউরুর স্বাধীনতা লাভ (১৯৬৮)। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ (১৯৭২)। নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুরের মৃত্যু (১৯৭২)। সুন্দরবনে বিশ^ ঐতিহ্য’ ফলক উদ্বোধন (১৯৯৯)।