এফএনএস : আজ (মঙ্গলবার) ২৯ মার্চ, ২০২২। সুইজারল্যান্ডে ১০টি ক্যান্টন (প্রশাসনিক উপবিভাগ) সংযুক্ত হয়ে হেলভেটিক প্রজাতন্ত্র গঠিত (১৭৯৮)। সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে লর্ড ডালহৌসির ঘোষণাপত্র প্রচার (১৮৪৯)। রামগোপাল ঘোষ কর্তৃক ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব (১৮৫৪)। ঐতিহাসিক সিপাহী বিপ্লব শুরু (১৮৫৭)। মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন শুরু (১৯২০)। বরিশালে নাট্যকার অভিনেতা উৎপল দত্তের জন্ম (১৯২৯)। সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ (১৯৭৩)। আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৮৪)। উপমহাদেশে বৃন্দবাদ্যের জনক তিমির বরণের মৃত্যু (১৯৮৭)। ব্রিটেনে কমিউনিস্ট পার্টির নতুন নামকরণ ডেমোক্র্যাটিক লেফট (১৯৯১)।