এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৭ এপ্রিল, ২০২২। তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত (১৭৮৯)। ইতালির আলবেনিয়া দখল (১৯৩৯)। সুইডেনের ক‚টনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত (১৯৫৩)। মরক্কোর স্বাধীনতা লাভ (১৯৫৬)। বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন (১৯৭৩)। হুয়ান গুগুফেং চীনের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৭৬)। মেক্সিকোর চিকোনলে অগ্যৎপাতে ১০ হাজর লোকের প্রাণহানি (১৯৮২)। বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে (১৯৯৪)। উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম, চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পন্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে দশ বছর করে কারাদন্ড প্রদান (১৯৯৫)।