এফএনএস : আজ (মঙ্গলবার) ১২ এপ্রিল’২২। চতুর্থ ক্রুসেড বাহিনীর কনস্টানটিনোপল (ইস্তাম্বুল) দখল (১২০৪)। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে যুক্ত (১৬৫৪)। রাজা রামমোহন রায়ের সম্পাদনায় কলকাতার প্রথম ফরাসি সাপ্তাহিক পত্রিকা মিরাতুল আখবার প্রকাশিত (১৮২২)। ফরাসি সৈন্যদের পোপ নবম পিউসকে পুন: প্রতিষ্ঠা এবং রোম দখল (১৮৫০)। আমেরিকায় গৃহযুদ্ধ শুরু (১৮৬১)। ৬৩ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যু (১৯৪৫)। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের মহাশূন্যে পাড়ি (১৯৬১)। লাইবেরিয়ায় সেনা অভ্যুখানে প্রেসিডেন্ট ডঃ উইলিয়াম নিহত (১৯৮০)। প্রেসিডেন্ট এরশাদ কর্তৃক বাংলাদেশে জরুরি অবস্থা প্রত্যাহার (১৯৮৮)। মালয়েশিয়া যাবার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফিলিপাইনি ফেরি ডুবে ১৩০ যাত্রীর প্রাণহানি (২০০০)।