এফএনএস : আজ (মঙ্গলবার) ০১ ফেব্র“য়ারি, ২০২২। বন্দি অবস্থায় মোগল স¤্রাট শাহজাহানের জীবনাবসান (১৬৬৬)। বাংলার গভর্নরের পদ থেকে ওয়ারেন হেস্টিংয়ের ইস্তফা (১৭৮৫)। ভারতের গভর্নর জেনারেল পদে লর্ড কর্নওয়ালিসের শপথ গ্রহণ (১৭৯৭)। বঙ্গীয় আইনসভার উদ্বোধনী অধিবেশন শুরু (১৮৬২)। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রথম প্রকাশিত (১৮৮৪)। মিসর-সিরিয়াকে নিয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র ঘোষণা (১৯৫৮)। বাংলাদেশকে সেনেগালের স্বীকৃতি (১৯৭২)। ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ প্রতিষ্ঠা (১৯৭৬)। ১৫ বছর স্বেচ্ছানির্বাসনের পর প্যারিস থেকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুলাহ খোমেনির স্বদেশ প্রত্যাবর্তন (১৯৭৯)। নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বাংলাদেশের ১৪টি মহকুমাকে জেলায় উন্নীত (১৯৮৪)। কানপুরে পরপর ৩টি সেঞ্চুরি করার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটার আজহার উদিনের বিশ^ রেকর্ড সৃষ্টি (১৯৮৫)।