এফএনএস : আজ (শনিবার) ২৩ এপ্রিল, ২০২২। ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের জন্ম (১৫৬৪)। ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস (১৭৯৫)। ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের জন্ম (১৫৬৪)। ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস (১৭৯৫)। নিউইয়র্কে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শন (১৮৯৬)। মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত (১৯২০)। ৯ বছর আলোচনার পর পোল্যান্ডের সংবিধান গৃহিত (১৯৩৫)। ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিস উদ্বোধন (১৯৭১)। সায়গনে আতংক ছড়িয়ে পড়ায় দক্ষিণ ভিয়েতনামের মন্ত্রিসভার পদত্যাগ এবং মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত ঘোষণা (১৯৭৫)। বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত (১৯৭৭)। লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত (১৯৮৮)। ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লীপেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান (১৯৯০)। বিশ্বনন্দিত চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিত রায়ের মৃত্যু (১৯৯২)। শ্রীলংকার শীর্ষ বিরোধী দলীয় নেতা ললিত আধুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত । প্রেসিডেন্ট প্রেমাদাসা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ । ৮ দিন পর প্রেসিডেন্ট প্রেমাদাসাও আততায়ীর হাতে নিহত (১৯৯৩)। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের মৃত্যু (১৯৯৪)। কারাগার থেকে এক খুনী আসামীর পলায়নের ব্যর্থতা স্বীকার করে বেলজিয়ামের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ (১৯৯৮)।