এফএনএস : আজ (রোববার) ২৪ এপ্রিল, ২০২২। জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের মৃত্যু (১৫২৫)। জব চার্নক কর্তৃক কলকাতা নগর প্রতিষ্ঠা (১৬৯০)। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা (১৮৯৮)। জর্ডানে রাজতন্ত্র প্রতিষ্ঠা (১৯৫০)। রাজশাহী কারাগারে গুলি চালিয়ে ৭ রাজবন্দীকে হত্যা (১৯৫৪)। ফিলিস্তিনি গেরিলাদের ওপর সরকারের বিধিনিষেধ আরোপ নিয়ে বিরোধের জের ধরে লেবাননের প্রধানমন্ত্রী রশিদ কাবামির পদত্যাগ (১৯৬৯)। চীনের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ (১৯৭০)। বাংলাদেশে ধর্মঘট, বিক্ষোভ-মিছিল নিষিদ্ধ ঘোষণা। সমাজবিরোধী দমনে দেশব্যাপী সেনা মোতায়েন (১৯৭৪)। আফগানিস্তানের জালালাবাদে বিদ্রোহীদের বোমা হামলায় ৫৪ জন নিহত (১৯৮৯)। কিগালিতে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ২২ জন রুয়ান্ডানকে ফায়ারিং স্কোয়াড়ে মৃত্যুদন্ড কার্যকর (১৯৯৮)।