এফএনএস : আজ (শুক্রবার) ২৯ এপ্রিল, ২০২২। মহিলাদের পরীক্ষার সুযোগ দেয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন বিধি অনুমোদন (১৮৮৪)। জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর বৃটিশ সরকারের দেয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন (১৯১৯)। শ্রীলংকার জাতীয়তাবাদী নেতা ও বৌদ্ধ ভিক্ষু অনাগরিক ধর্মপালের মৃত্যু (১৯৩৩)। দিলীতে লাল কেলার ভিত্তিপ্রস্তর স্থাপিত (১৯৩৯)। ইতালিতে যুদ্ধরত জার্মান বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে (১৯৪৫)। তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর (১৯৫৪)। দক্ষিণ ভিয়েতনামে গৃহযুদ্ধ শুরু (১৯৫৫)। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর হামলায় ৩৮ জন নিহত (১৯৮৬)।