এফএনএস : আজ (শুক্রবার) ০৭ মে, ২০২২। ইসলামের ইতিহাসে বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের ইন্তেকাল (৬৪২)। গ্রিসের স্বাধীনতা ঘোষণা (১৮৩২)। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম (১৮৬১)। বিশিষ্ট আইনবিদ ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরুর জন্ম (১৮৬১)। যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা মার্শাল টিটোর জন্ম (১৮৯২)। বোম্বেতে বিদ্যুৎ চালিত ট্রাম চালু (১৯০৭)। ধর্ম প্রচারক মুন্সি মেহেরুলার মৃত্যু (১৯০৭)। বাংলাদেশে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন (১৯৮৬)। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রাজনীতিক হযরত মাওলানা হাফেজী হুজুরের ইন্তেকাল (১৯৮৭)। হাঙ্গেরীতে নির্বাচনে কমিউনিস্টদের বিজয় (১৯৯৪)।