এফএনএস : আজ (মঙ্গলবার) ১০ মে, ২০২২। পানিপথের যুদ্ধ জয় করে মোগল স¤্রাট বাবরের আগ্রায় প্রবেশ (১৫২৬)। বিখ্যাত সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের জন্ম (১৭৭৪)। নীলরতু হাওলাদারের সম্পাদনায় বাংলা, ইংরেজি, ফার্সি ও নাগরী ভাষায় বঙ্গদূত পত্রিকার প্রকাশনা শুরু (১৮২৯)। ঐতিহাসিক সিপাহী বিপ্লব (১৮৫৭)। প্রথম মার্কিন আন্তমহাদেশীয় রেলপথের কাজ শেষ (১৮৬৯)। জার্মান ও ফ্রান্সের মধ্যে ফ্রাঙ্কফুর্ট চুক্তি স্বাক্ষর (১৮৭১)। ইরানের খোরাসানে ভ‚মিকম্পে ৪ হাজার লোকের প্রাণহানি (১৯১৭)। জার্মানির নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল (১৯৪০)। ব্যাপক বোমাবর্ষণে লন্ডনের হাউজ অব কমন্স ধ্বংস (১৯৪১)। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১০১ জনের নাগরিকত্ব বাতিল (১৯৭৪)। ভারতের বিখ্যাত উর্দু কবি এবং সাহিত্য একাডেমির ফেলো কাইফি আজমীর মৃত্যু (২০০২)।