এফএনএস : আজ (বুধবার) ০২ ফেব্র“য়ারি, ২০২২। গাজী সালাহউদিনের বিজয়ীর বেশে জেরুজালেম প্রবেশ (১১৮৭)। পেদ্রো দে মেন্দোথা বুয়েনোস আয়ার্স প্রতিষ্ঠা (১৫৩৫)। ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু (১৮০১)। এশিয়াটিক সোসাইটির অঙ্গ হিসেবে কলকাতা মিউজিয়াম প্রতিষ্ঠা (১৮১৪)। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যুদ্ধাবসান (১৮৪৮)। তুরস্কের বিরুদ্ধে গ্রিসের যুদ্ধ ঘোষণা (১৮৭৮)। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা (১৮৮৭)। ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রথম হত্যাকান্ড (নজির আহম্মদ) সংঘটিত (১৯৪৩)। বিশ^ভারতী কর্তৃক বাংলাদেশকে জাতীয় সঙ্গীতের কপিরাইট প্রদান (১৯৭২)। ত্রিশ বছর পর আফ্রিকার জাতীয় কংগ্রেস (এএনসি) নিষেধাজ্ঞামুক্ত (১৯৯০)। ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণ শীর্ষক সম্মেলন শুরু (১৯৯৭)।