এফএনএস : আজ (শুক্রবার) ১৩ মে, ২০২২। মোঘল স¤্রাট শাহজাহান কর্তৃক দিলীতে লালকেলার নির্মাণ কাজ শুরু (১৬৪৮)। অস্ট্রিয়ার সেনাদলকে পরাভ‚ত করে নেপোলিয়নের ভিয়েনা দখল (১৮০৯)। স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ (১৮৩০)। মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা (১৮৪৬)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত (১৯৬৯)। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু (১৮৮৭)। ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমদের জন্ম (১৯০৫)। আফ্রিকায় জার্মান ও ইতালিয় বাহিনীর আত্মসমর্পণ (১৯৪৩)। ডা. সর্বপলী রাধাকৃষ্ণনের ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ (১৯৬২)। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর প্রথম মালয়েশিয়া সফর (২০০১)।