এফএনএস : আজ (শনিবার) ২২ মে, ২০২১। মিসরীয় ধর্ম শাস্ত্রবিদ আলকাসতান্নানী কর্তৃক রাসুল (সা:) এর জীবনী গ্রন্থের রচনা সমাপ্ত (১৪৯৪)। দিলীর বাদশাহ শেরশাহ সুরীর ইন্তেকাল (১৫৪৫)। কথাশিল্পী ভিক্টর হুগোর মৃত্যু (১৮৮৫)। ইন্দেনেশিয়ায় এশিয়ার প্রথম কমিউনিস্ট পার্টি গঠিত (১৯২০)। মার্কিন ধনকুবের জন রকফেলারের মৃত্যু (১৯৩৭)। বার্লিনে ইতালি ও জার্মানির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর (১৯৩৯)। কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত (১৯৪৩)। প্রথম ভারতীয় মহিলা কুমারী বাচেন্দ্রর এভারেস্ট জয় (১৯৮৩)। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকরী বোর্ডের সদস্য নির্বাচিত (১৯৮৫)। উত্তর-দক্ষিণ ইয়েমেন সংযুক্ত হয়ে ইয়েমেন প্রজাতন্ত্র গঠিত (১৯৯০)।