এফএনএস : আজ (মঙ্গলবার) ২৪ মে, ২০২২। ইসলামের ইতিহাসে বিখ্যাত সিফফীনের যুদ্ধ সংঘটিত (৩৭)। টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত (১৮৬২)। স্যার সৈয়দ আহমদ কর্তৃক আলীগড় এ্যাংলো মোহামেডান স্কুল প্রতিষ্ঠা (১৮৭৫)। এটিই ১৯২০ সালে আলীগড় বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। ব্রিটেনে তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা (১৯১৬)। পেরুর লীময় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় ৩শ’ দর্শক নিহত (১৯৬৪)। কবি কাজী নজরুল ইসলামের ভারত থেকে ঢাকায় আগমন। রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবি স্বীকৃতি দান (১৯৭২)। বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছাসে ১১ হাজার লোকের প্রাণহানি (১৯৮৫)। দীর্ঘ ৩০ বছরের গৃহযুদ্ধ অবসানের পর ইরিত্রিয়ার স্বাধীনতা লাভ (১৯৯৩)। মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর ইন্তেকাল (১৯৯৪)। পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি মাত্র ১৫ বছর বয়সী শেরপা টেম্পে তসেরির এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন (২০০০)।