এফএনএস : আজ (মঙ্গলবার) ৩১ মে, ২০২২। ইমাম হাসান (রা:) এর শাহাদাত (৪৯) রোমের ক্ষুব্ধ জনতা পালিয়ে যাওয়ার সময় স¤্রাট ম্যাক্সিমাস পেট্রোনিয়াসকে ধরে দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলে (৪৫৫)। আমেরিকায় কপি রাইট আইন কার্যকর (১৭৯০)। ৩৪ বছর দুর্দান্ত প্রতাপের সঙ্গে রাষ্ট্র চালানোর পর মেক্সিকোর প্রেসিডেন্ট জেঃ পোরফিরিও দিয়াজের ফ্রান্সে নির্বাসন (১৯১১)। আরব বিশ্বে সর্বপ্রথম (বাহরাইনে) তেল আবিষ্কার (১৯৩১)। পাকিস্তানের কোয়েটায় প্রলয়ংকরী ভ‚মিকম্পে ৫০ হাজার লোক নিহত (১৯৩৫)। পেরুতে ভ‚মিকম্পে ৬৬ হাজার লোক নিহত। নিখোজ ২০ হাজার (১৯৭০)। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর দখল সম্পন্ন (১৯৭৬)। ভারতের রুহিনি-২ উপগ্রহ উৎক্ষেপণ (১৯৮১)। প্রেসিডেন্ট গোল্ডকাপে দঃ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফুটবল ট্রফি অর্জন (১৯৮৯)। আফগানিস্তানে ভ‚মিকম্পে ৫ সহ¯্রাধিক লোক নিহত। বহু ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত (১৯৯৮)।