এফএনএস : আজ (শুক্রবার) ০৩ জুন, ২০২২। খ্রিস্টানদের এন্টিয়ক দখল । ১৩ হাজার মুসলমানকে হত্যা (১০৯৮)। মানবদেহে রক্ত চলাচল প্রক্রিয়ার আবিষ্কারক চিকিৎসক উইলিয়াম হার্ভের মৃত্যু (১৬৫৭)। লোয়েস্টফটের যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের পরাজয় (১৬৬৫)। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলাদেশে লবণ উৎপাদন নিষিদ্ধ ঘোষণা (১৭৮৯)। অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ (১৯৩৬)। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা (১৯৪৯)। ব্রিটিশ রেলওয়েতে তৃতীয় শ্রেণী বিলুপ্ত (১৯৫৬)। ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু (১৯৬৩)। ট্রেন দুর্ঘটনায় বিজ্ঞানী আবদুল হাই নিহত (১৯৬৯)। বাংলাদেশে রাষ্ট্রপতি । নির্বাচনে জিয়াউর রহমানের নিরঙ্কুশ বিজয় (১৯৭৮)।