এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৯ জুন’২০২২। ইমাম আবু হানিফার ইন্তেকাল (১৫০)। রাশিয়ার জার প্রথম পিটার দ্য গ্রেটের জন্ম (১৬৭২)। রেলওয়ে ইঞ্জিনের নকশাকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসনের জন্ম (১৭৮১)। বুলগেরিয়ায় সামরিক অভ্যুখানে জনপ্রিয় সংস্কারবাদী আলেক্সান্দার নিহত এবং তার সরকার উৎখাত (১৯২৪)। থাইল্যান্ডের যুবরাজ আনন্দ মাহিডলকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায় (১৯৪০)। ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজিতের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ (১৯৬৭)। ব্রিটেনে লোকসভার কার্যক্রম সর্বপ্রথম সরাসরি স¤প্রচার (১৯৭৫)। ইরানের প্রেসিডেন্ট খাতামি ৭৫% ভোটে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত (২০০১)।