এফএনএস : আজ (শনিবার) ০৫ ফেব্র“য়ারি, ২০২২। ব্রিটিশদের কাছ থেকে স্পেনের মিনার্কে অধিকার (১৭৮২)। টিপু সুলতান ব্রিটিশ ও হায়দ্রাবাদের নিজামের কাছে পরাজয় বরণ করে মহীশূরের অর্ধেক তাদের ছেড়ে দেন (১৭৯২)। চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা (১৮১৮)। টায়ার উদ্ভাবক জন ডানলপের জন্ম (১৮৪০)। ভারত সংস্কারক সভা কর্তৃক ভারত আশ্রম প্রতিষ্ঠিত (১৮৭২)। জোড়াসাকোর ঠাকুরবাড়িতে খামখেয়ালি সভা প্রতিষ্ঠিত (১৮৯৭)। ইতালিতে একীভ‚ত রাষ্ট্র প্রতিষ্ঠা (১৯৩৪)। নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত (১৯৫৮)। জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস (১৯৭৪)।