এফএনএস : আজ (রোববার) ১৯ জুন, ২০২২। ব্রিটেনে আইন পাসের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা (১৮২৯)। যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত (১৮৬২)। পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা (১৯১১)। বহুল আলোচিত-সমালোচিত গ্রন্থ স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদির জন্ম (১৯৪৭)। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) প্রতিষ্ঠা (১৯৫১)। গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদন্ড (১৯৫৩)। কুয়েতের স্বাধীনতা লাভ (১৯৬১)। পাকিস্তানে ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু (১৯৬৮)।