এফএনএস : আজ (সোমবার) ২০ জুন, ২০২২। গাজী সুলতান সালাহউদ্দীন আইউবির ইন্তেকাল (৫৮৯)। মসজিদ-এ নববীর প্রথম স¤প্রসারণ (৬৩৮)। মুহাম্মদ বিন কাশিম কর্তৃক সিন্ধু আক্রমণ। রাজা দাহির নিহত (১৭০২)। ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদদৌলার কলকাতা পুনরুদ্ধার (১৭৫৬)। কলকাতায় অন্ধক‚প হত্যাকান্ড সংঘটিত (১৭৫৬)। রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ (১৮৩৭)। ব্রিটিশের কাছে গোয়ালিয়র দুর্গ সমর্পণের মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের অবসান (১৮৫৮)। বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত (১৯৪৭)। পাকিস্তানি বিজ্ঞানী শাকিল হানাফির পৃথিবীর সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন (১৯৯১)।