এফএনএস : আজ (শুক্রবার) ২৪ জুন, ২০২২। খলিফা হযরত ওসমান (রা:)’র হত্যাকান্ডের পর হযরত আলী (রা:) চতুর্থ খলিফা নির্বাচিত (৬৫৬)। ব্রিটিশদের মুর্শিদাবাদ দখল। মীরজাফর পুনরায় বাংলার নবাব নিযুক্ত (১৭৬৩)। সোলফেরিনোর যুদ্ধে ফরাসিদের কাছে অস্ট্রয়দের পরাজয় (১৮৫৯)। অস্ট্রেলিয়ার বিখ্যাত কবি এদাম গর্ডনের আত্মহত্যা (১৮৭০)। লিওনে ইতালিয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন (১৮৯৪)। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়াল্টার রাথেনাউ ডানপন্থীদের হাতে নিহত (১৯২২)। থাইল্যান্ডে রক্তপাতহীন অভ্যুত্থানে রাজতন্ত্রের অবসান (১৯৩২)। সোভিয়েত ইউনিয়নের বার্লিন অবরোধ শুরু (১৯৪৮)। ৫শ বছর পর মোজাম্বিকের স্বাধীনতা লাভ (১৯৭৫)। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ (১৯৭৬)। ইয়েমেনে এক ক‚টনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত (১৯৭৮)। ঝাও জিয়াংকে চীনের কমিউনিষ্ট পার্টির প্রধান পদ থেকে অপসারণ (১৯৮৯)। ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থী লিকুদ পার্টি পরাজিত (১৯৯২)। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন চুক্তি স্বাক্ষর (১৯৯৪)।