এফএনএস : আজ (শনিবার) ২৫ জুন, ২০২২। বঙ্গ বিজয়ের পর মোগল স¤্রাট বাবরের আগ্রা প্রত্যাবর্তন (১৫২৯)। রাশিয়ার জার প্রথম নিকোলাসের জন্ম (১৭৯৬)। ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজের সেন্সর আরোপ (১৮৯১)। রাইডুর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দলের লর্ডস-এ প্রথম টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ (১৯৩২)। নওয়াব বাহাদুর ইয়ার জঙ্গের ইন্তেকাল (১৯৪৪)। উত্তর কোরীয় সেনাবাহিনীর দক্ষিণ কোরিয়া আক্রমণ। কোরিয়া যুদ্ধ শুরু (১৯৫০)। ভারতে জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী হটাও আন্দোলন দমন । বিরোধী দলীয় বহু নেতা, লেখক, বুদ্ধিজীবী গ্রেফতার (১৯৭৫)। পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ (১৯৭৫)। যুগোশ্লাভিয়ার প্রজাতন্ত্র ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। তুরস্কে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তানসু সিলার জোটের সরকার গঠন (১৯৯৩)। পুত্র শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত (১৯৯৫)।