এফএনএস : আজ (শুক্রবার) ০১ জুলাই, ২০২২। উইলিয়াম এ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক রিপোর্ট (এ্যাডাম রিপোর্ট) পেশ (১৮৩৫)। মার্কিন ডাক বিভাগের প্রথম ডাকটিকিট চালু (১৮৪৭)। কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন (১৮৬২)। আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু (১৮৬৩)। কানাডা প্রতিষ্ঠিত (১৮৬৭)। অবিভক্ত ভারতে প্রথম পোস্ট কার্ড চালু (১৮৭৯)। শিক্ষাবিদ-সাহিত্যিক আবুল ফজলের জন্ম (১৯০৩)। বিশিষ্ট রাজনীতিক, পার্লামেন্টারিয়ান আতাউর রহমান খানের জন্ম (১৯০৭)। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৯২১)। স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত (১৯২৯)। ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস (১৯৪৭)। বঙ্গবন্ধুর অন্যতম বিশেষ স্নেহভাজন ৪ খলিফ, অন্যতম আবদুল কুদ্দুস মাখনের জন্ম (১৯৪৭)। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৯৫৩)। নেদারল্যান্ডসোর হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু (২০০২)।