এফএনএস : আজ (রোববার) ০৬ জানুয়ারি, ২০২২। রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যু (১৬৮৫)। তুর্কি সুলতান দ্বিতীয় আহম্মদ খাঁর মৃত্যু (১৬৯৫)। আমেরিকার তৃতীয় ভাইস প্রেসিডেন্ট আরন বুর’র নিউইয়র্কে জন্ম (১৭৫৬)। প্যারিসের সাথে চুক্তি স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছে স্বীকৃতি দান (১৭৭৮)। ম্যাসাচুসেটস ৬ষ্ঠ রাজ্য হিসেবে মার্কিন সংবিধানের অনুমোদন (১৭৮৮)। বেসবলের কিংবদন্তী পুরুষ বাবে রুথ বাল্টিমোরের জন্মগ্রহণ (১৮৯৫)। যুক্তরাষ্ট্রের সিনেটে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যকার শান্তি চুক্তি অনুমোদন (১৮৯৯)। ব্রিটেনের রাজা ৬ষ্ঠ জর্জ’র মৃত্যু এবং তার কন্যা দ্বিতীয় এলিজাবেথের রাজ সিংহাসনে আরোহন (১৯৫২)। টাঙ্গাইলে ঐতিহাসিক কাগমারি সম্মেলন শুরু (১৯৫৭)। যুক্তরাষ্ট্র কেপ ক্যানাভেরারে প্রথম টাইটান আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা (১৯৫৯)। লসএঞ্জেলেসে কমোডিয়ান ও টেলিভিশন অভিনেতা প্যানি থমসনের ৭৯ বছর বয়সে মৃত্যু (১৯৯৯)। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোটের নাম পরিবর্তন করে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট করার বিলে স্বাক্ষর (১৯৯৮)।