এফএনএস : আজ (শনিবার) ০৩ জুলাই, ২০২২। ফ্রান্সের রাজা একাদশ লুইয়ের জন্য (১৪২৩)। স্কট স্থপতি রবার্ট এ্যাডামের জন্ম (১৭২৮)। লর্ড মিন্টো বাংলার গভর্নর নিযুক্ত (১৮০৭)। সাদোয়ার যুদ্ধে অস্ত্রীয়রা প্রশীয়দের কাছে পরাজিত (১৮৬৬)। লন্ডনে প্রথম রঙিন টেলিভিশন চালু (১৯২৮)। মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ (১৯৪১)। চতুঃশক্তির বার্লিন পুনরুদ্বার (১৯৪৫)। ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা প্রকাশিত (১৯৪৭)। আলজেরিয়ার স্বাধীনতা লাভ (১৯৬২)। পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত (১৯৬৪)। পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভ‚পতিত । ২৯০ জন নিহত (১৯৮৮)।