এফএনএস : আজ (বৃহস্পতিবার) ০৭ জুলাই, ২০২২। সেলজুকি রাষ্ট্রের সূচনা (১০৩৭)। চক্রান্তের অভিযোগে পিতা রাশিয়ার পিটার দ্য গ্রেটের নির্দেশে পুত্র আলেকিসকে পিটিয়ে হত্যা (১৭১৮)। ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওলার মৃত্যু (১৫৭৩)। বাংলার নবাব হিসেবে মীর জাফরের পুনরায় ক্ষমতা লাভ (১৭৬৩)। বম্বেতে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত (১৮৯৬)। লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ঘোষণা (১৯০৫)। বিবিসিতে প্রথম গ্রামোফোন রেকর্ড স¤প্রচার (১৯২৭)। জাপানের চীন আক্রমণ (১৯৩৭)। ইরাকে সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে ২৩ জনের মৃত্যুদন্ড (১৯৭৩)। সলোমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ (১৯৭৭)। ভারতে বাসে শিখ চরমপন্থীদের হামলায় ৪৬ হিন্দু নিহত (১৯৮৭)। বাংলাদেশে মূল্য সংযোজন কর-ভাট আইন পাস (১৯৯১)। জর্দানে সামরিক শাসন প্রত্যাহার (১৯৯১)। নাইজেরিয়ায় শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা মাসুদ আবিওলার বন্দীদশায় মৃত্যু (১৯৯৮)।