বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ শেষ, দুর্গম দুই দ্বীপ ইউনিয়নে পৌঁছে গেছে ব্যালট পেপার নূরনগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত ও গুরুতর আহত ১ জন যাত্রী পাইকগাছার হরিঢালীতে শশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু আশাশুনিতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু ফিফার আমন্ত্রণে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান আজ দুবাই যাচ্ছেন সাতক্ষীরায় শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ কেশবপুরে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণ অলংকার সহ ৫ লাখ টাকার চুরি রাফা দখলে নিয়েছে ইসরাইল বাহিনী

ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালালো যুক্তরাষ্ট্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইল হামাস যুদ্ধ যে অনেক দুর গড়াচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন সহ পশ্চিমা বিশ্ব যে এই যুদ্ধের অংশিজন তা বিশ্ববাসি প্রত্যক্ষ করলো ইয়েমেনে হামলার মধ্য দিয়ে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভাষ্য সাগরকে নিরাপদ রাখতে হুতিদের নির্মূল করতেই এই হামলা, ইয়েমেনের হামলার পর তেলবাজার অস্থির হয়ে পড়েছে। জ্বালানী তেলের মুল্য হঠাৎ করেই বেড়ে যাওয়ায় ইয়েমেন, লেবানন, ইরান এই যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ইয়েমেনে হামলার পর পরই ইয়েমেন পাল্টা হামলার হুমকি দিয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ইয়েমেন ভূ-রাজনীতি বরাবরই ইরানের চোখ দিয়ে দেখে থাকে অর্থাৎ ইরানের নীতিই ইয়েমেনের নীতি। গতকালও হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরাইল গামী জাহাজে হামলা চালিয়েছে। এদিকে ইসরাইলের সেনারা আবারও খান ইউনিসে ব্যাপক প্রতিরোধ হামলায় পড়েছে। ইসরাইলের সেনা বাহিনী প্রধান ট্রানেন্সকো গতকাল গাজা সফরকালে গাজায় যুদ্ধরত ইসরাইলি সেনাদের সাথে কথা বলেছেন, প্রধান উত্তর, পশ্চিম ও দক্ষিন এলাকার যুদ্ধ ব্রিগেড পরিদর্শন করেন। তিনি কমান্ডারদের সাথে বিশেষ বৈঠকে মিলিত হয়। মত বিনিময় শেষে ইসরাইলি সেনা প্রধান সংবাদ মাধ্যমকে জানান গাজা একটি অসমতল, আবারও সমতল, বিক্ষিপ্ত উপত্যকায় যুদ্ধ করার অর্থ জটিল পরিস্থিতির মোকাবিলা করা, গাজা হচ্ছে এ যাবৎ অর্থাৎ গতকাল পর্যন্ত একশত অষ্টান্নজন সেনা প্রাণ হারিয়েছে বলে জানান, কিন্তু হামাসের সশস্ত্র বিভাগ কাসেম ব্রিগেডের পক্ষ হতে বলা হয়েছে সহস্রাধীক ইসরাইলি সেনাকে তারা হত্যা করেছে এবং শতাধিক ট্রাংক ও সাজোয়া যান তাদের লক্ষ্য বস্তুতে পরিনত ধ্বংস অথবা অর্ধ ধ্বংস প্রাপ্ত হয়েছে। ইয়েমেনে হামলার পর পরই ইরান লোহিত সাগর হতে একটি মার্কিন তেল কনট্রেইনার আটক করেছে। ইরানের পক্ষ হতে বলা হয়েছে গত বছর তাদের তেলবাহী ট্রাংকর মার্কিনীরা আটক করে তারই প্রতিশোধ হিসেবে ইরান মার্কিন তেলবাহী ট্রাংকার জব্দ করলো। ইসরাইল গাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তীনিদের গণহারে হত্যা না করলে পুরো বিশ্ব এভাবে যুদ্ধের মুখোমুখি হতো না। পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে ইসরাইল স্ব প্রনোদিত ভাবে ঘোষনা করে যে তারা গাজার মধ্য অঞ্চলে যুদ্ধ বিরতি কার্যকর করেছে। ইসরাইলের প্রতিশ্র“তি এবং কাজের মধ্যে বরাবরই পার্থক্য বিদ্যমান থাকলেও এক্ষেত্রে তারা তাদের ঘোষনা হতে পিছিয়ে আসেনি গতকালও গাজার মধ্য অঞ্চলে ইসরাইল বাহিনী হামলা করেনি। এদিকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার শুনানীতে ইসরাইল দক্ষিন আফ্রিকার বক্তব্য প্রত্যাখান করে বলেছে যে তারা গাজায় কোন ধরনের মানবতা বিরোধী অপরাধ করেনি এবং গণহত্যা পরিচালনাও করেনি। গতকাল নিউওয়ার্কে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের মানবতা বিরোধী অপরাধের বিষয় যখন শুনানী চলছিল তখন আদালতের বাইরে শত শত ফিলিস্তীনি তাদের পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করছিল। গতকালও দখলদার ইসরাইল গাজার বিভিন্ন এলাকাতে বিমান হামলা চালিয়ে অন্তত শতাধিক নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তীনিকে হত্যা করেছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের ইয়েমেনে বিমান হামলা অন্যদিকে গাজায় ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলার মাধ্যমে হত্যাকান্ড দৃশ্যতঃ ইতিহাসের জঘন্যতম ও অন্ধকারাচ্ছন্ন সময় ও মুহুর্ত অতিক্রম করছে অসহায় ফিলিস্তীনি অধিবাসি। গতকাল পর্যন্ত ইসরাইলি হামলায় চব্বিশ হাজার ফিলিস্তীনির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ও শিশু। দখলদার ইসরাইলি বাহিনী গাজায় যে ভাবে হত্যাকান্ড পরিচালনা করেছে তাই ইতিহাসের কেবল জঘন্যতম হত্যাকান্ড নয় একাবিংশ শতাব্দীতে এমন ভয়াবহ গণহত্যার ঘটনা কোথাও ঘটেনি। এদিকে গতকাল ইয়েমেনে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। রাজধানী মানা সহ একাধিক স্থানে পরিচালিত হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমা মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনের একটি সামরিক ঘাঁটি ব্যাপক ভাবে ক্ষতির মুখে পড়েছে। খবরে বলা হয়েছে ইয়েমেনে দ্বিতীয় দফার হামলায় বৃটেন অংশ নেইনি, এদিকে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজ গুলো নিরাপত্তা শঙ্কায় যাতায়াত রুট পরিবর্তন করছে। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েফ এরগোদান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা লোহিত সাগরকে রক্তে পরিনত করতে চাইছে যার ফল কোন ভাবেই সুখকর হবে না। সৌদি আরবের পক্ষ হতে আবারও বলা হয়েছে ইসরাইলকে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে। ক্রমেই গাজা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনীর হামলাতে প্রতিদিনই গড়ে ২৫০ জন ফিলিস্তীনির মৃত্যু হচ্ছে আর এই তথ্যটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। কেবল ইসরাইল হামলায় মৃত্যর সংখ্যা উক্ততার পাশাপাশি রোগ, ক্ষুধা, ঠান্ডায় মরছে ফিলিস্তীনিরা। ইসরাইল চাইছে ফিলিস্তীনিদের নিশ্চিহৃ করতে কিন্তু সেটা কি কখনও সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com