শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইসরাইল হামাসের বিশভাগ সক্ষমতা ও ধ্বংস করতে পারেনি শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ক্রেতা সাধারণ জিম্মি ব্যবসায়ীদের হাতে———– কপিলমুনিতে গলাকাটা দরে কেজিতে তরমুজ বিক্রয় বড়দলে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সুরক্ষা সেবা প্রদান আশাশুনি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ইসতেসকার নামাজ আদায় আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন আশাশুনিতে বৃষ্টি জন্য ইস্তেস্কার নামাজ আদায় পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

একটি শিরোপা দিয়েই গোটা ক্যারিয়ার বিচার করতে চান না ব্রæইনে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইংলিশ ফুটবলে শিরোপার পর শিরোপা ধরা দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এখনও ছুঁয়ে দেখতে পারেননি কেভিন ডে ব্রæইনে। অধরা সেই শিরোপার স্বাদ এবার পেতে মরিয়া তিনি। তবে ¯্রফে এই ফাইনাল বা এই একটি শিরোপা দিয়েই গোটা ক্যারিয়ারকে বিচার করার পক্ষপাতী নন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির হয়ে ৮ বছরের ক্যারিয়ারে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা ৫ বার করে জিতে ফেলেছেন ডে ব্রæইনে। এফএ কাপ জিতেছেন ২টি। দলের এই সাফল্যে তার ছিল বড় ভ‚মিকা। গত কয়েক বছর ধরেই তারকায় ঠাসা দলের প্রাণভ্রোমরা তিনি। তবে তিনি যেমন এখনও ইউরোপ সেরা হতে পারেননি, সিটিও কখনও পারেনি চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হতে। ২০২১ সালে তারা ফাইনালে উঠে হেরে যায় চেলসির কাছে। এবার আরেকটি সুবর্ণ সুযোগ। আগামী শনিবার ফাইনালে ডে ব্রæইনেদের প্রতিপক্ষ ইন্টার মিলান। এই ম্যাচ জিতলে শুধু তার নিজের ও ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ খরাই ঘুচবে না, ‘ট্রেবল’ জয়ের ইতিহাস গড়বেন তারা। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা গত কিছুদিনে বারবারই বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে প্রাপ্য স্বীকৃতি পাবে না তার দল। ইতিহাসের সেরা দলগুলির মধ্যেও তাদের রাখা হবে না। তবে ডে ব্রæইনের মত এখানে একটু ভিন্ন। ৩১ বছর বয়সী মিডফিল্ডার ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, একটি ম্যাচ দিয়েই সবকিছু বিচার করা উচিত নয়। “এটা নির্ভর করে একেকজনের ওপরৃ. (চ্যাম্পিয়ন্স লিগের সাফল্য দিয়েই সিটিকে বিচার করা হবে কি না)। আমাদের দলের বেশির ভাগ ছেলেরা এমনিতেই অবিশ্বাস্য।” “চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে অবশ্যই তা সহায়তা করবে (স্বীকৃতি পেতে)। তবে ¯্রফে ৯০ মিনিটের একটি ম্যাচ গোটা ক্যারিয়ারকে ফুটিয়ে তুলতে পারে না। ক্যারিয়ারে প্রায় ৭০০ ম্যাচ খেলেছি আমি। এর মধ্যে ¯্রফে এই ৯০ মিনিট আমার ক্যারিয়ারের ভাগ্য গড়ে দিতে পারে না। তবে হ্যাঁ, জিততে পারলে তা সহায়তা করোব অবশ্যই।” লিগ শিরোপা জয়ের পর গত শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর তরতাজা আত্মবিশ্বাসকে সঙ্গী করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামবে সিটি। এই ম্যাচেও তারা নামবে পরিষ্কার ফেভারিট হয়ে। তবে ফাইনালে ফেভারিট বলে কিছু আছে বলে মনে করেন না ডে ব্রæইনে। ইন্টার মিলানের প্রতি দারুণ সমীহও দেখালেন তিনি। “জয় আমাদের প্রাপ্য ছিল (এএফ কাপে)। আমি দারুণ খুশি ও গর্বিত। সপ্তাহটি আমাদের উপভোগ করা উচিত এবং আশা করি, সেরাটা দিয়ে পারফর্ম করতে পারব (ফাইনালে)। ইন্টার খুব ভালো দল। ফাইনাল ম্যাচ সবসময়ই ৫০-৫০।” “ফাইনাল ম্যাচ সবসময়ই কঠিন। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি সামলাতে হবে। কঠিন সময় আসবে ম্যাচের মধ্যে, ওই সময়টাতেই নিজেদের কাজ করতে হবে। ইন্টারের দারুণ সব ফুটবলার আছে এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধাও আছে। সহজ সব প্রতিপক্ষকে হারিয়ে তারা ফাইনালে আসেনি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com