রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নলতা কালী মন্দিরে পদাবলী কীর্তণ অনুষ্ঠিত পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে বেড়েছে শিশু রোগ ; সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের আনুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে ইস্তেস্কার নামাজ আদায় বুধহাটায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ আলীপুর ইউপি নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন চেয়ারম্যান পদে ৩ সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ প্রার্থী রাজনগর স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং ষ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সম্মেলন সহ দিনব্যাপী আলোকিত আয়োজন দেবহাটার টাউনশ্রীপুর আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী আয়োজন

কলারোয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক খোয়া ভাঙ্গা মেশিনের চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনা দুটি ঘটেছে বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামে ও কলারোয়া পৌর সদরের গোডাইন মোড়স্থ হাফিজা ক্লিনিকের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে। নিহতরা হলেন- উপজেলার জয়নগর ই গ্রামের সোনাতন কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার (২২) ও যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী গ্রামের সাবুর আলী (৩০)। শংকরপুর গ্রামের বাসিন্দা আলী হাসান জানান, সকাল ৯ টার দিকে বিপ্লব কর্মকার মোটরসাইকেল যোগে কলারোয়া অভিমুখে যাচ্ছিলেন। এ সময় শংকরপুর মসজিদের সামনে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে সে পাশের পুকুরে মোটরসাইকেলসহ পড়ে যায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্দার করে কলারোয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে সাতক্ষীরায় সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বিপ্লব কলারোয়া বাজারের একতা মার্কেটের সন্তোষের স্বর্ণের দোকানে কাজ করতেন বলে জানা গেছে। অপর দিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবুর আলী ইট ভাঙ্গা মেশিন চালিয়ে ইট ভাঙ্গার উদ্দেশ্যে উপজেলার চন্দনপুর গ্রাম থেকে একই উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়া পৌর সদরের ওই স্থানে পৌছালে অপরদিক থেকে বাইসাইকেল যোগে আসা একটি ছোট ছেলে সামনে পড়ে। ছেলেটিকে বাচঁনোর জন্য ইট ভাঙ্গা মেশিন চালক সাবুর আলী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে মেশিন উল্টে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা .মোস্তাফিজুর রহমান ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com