রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নলতা কালী মন্দিরে পদাবলী কীর্তণ অনুষ্ঠিত পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে বেড়েছে শিশু রোগ ; সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের আনুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে ইস্তেস্কার নামাজ আদায় বুধহাটায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ আলীপুর ইউপি নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন চেয়ারম্যান পদে ৩ সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ প্রার্থী রাজনগর স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং ষ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সম্মেলন সহ দিনব্যাপী আলোকিত আয়োজন দেবহাটার টাউনশ্রীপুর আন্তর্জাতিক নজরুল সম্মেলনের সমাপনী আয়োজন

কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষসহ ৪ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মাও, মুহাঃ আইয়ুব আলীসহ প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্ত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী সহ প্রতিষ্ঠাকালীন আরবী প্রভাষক মোঃ ওমর আলী,সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল গফফার ও সহকারী শিক্ষক (গ্রন্থগারিক) জনাব মোঃ আব্দুর রহিম এর অবসরজনিত “বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, প্রফেসর আবু নসর,প্রফেসর আব্দুল মজিদ, প্রফেসর আবু বক্কর সিদ্দীক,প্রফেসর আব্দুর রাজ্জাক,কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এডঃ শেখ কামাল রেজা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, উপাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, সুপার মোনায়েম হোসেন, ইদ্রিস আলী,আবু ইউসুফ, আঃ মোমিন,মোঃ বজলুর রহমান, আঃ সাত্তার সহ সকল মাদ্রাসার সুপারগন। এছাড়া গ্রামবাসীর পক্ষ থেকে বি,জি,মাওলা,ব্যাংকার আব্দুর রহিম বাবু, জি,এম,ফৌজি, আব্দুর রাজ্জাক,অবঃ ডি,জি,এম, আঃ ওহাব, মোঃ সিরাজুল হক,সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন, বিদায়ী সংগীত পরিবেশন করেন ফাজিল ১ম বর্ষের ছাত্র মুস্তাহিদুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার উপহার সামগ্রী তুলে দেওয়ার পর, কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাওঃ তৌহিদুর রহমানের বক্তব্যের পরে বিদায়ী শিক্ষকদের হাতে মোবাইল সেট তুলে দেন আঃ মোমিন,মোঃ মনিরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম ও শেখ তামিম হাসান। পরে মাদ্রাসার পক্ষ থেকে কলারোয়া পৌরসভার মেয়র, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক, প্রফেসর আবু বুক্কর সিদ্দীক, মোঃ আমানুল্লাহ আমান উপহার সামগ্রীর ব্যাগ বিদায়ী শিক্ষকদের হাতে তুলে দেন। দিনের শুরুতে প্রত্যেক বিদায়ী শিক্ষকদের বাড়ি থেকে মটর সাইকেল বহর ও প্রাইভেটকার করে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন মাদ্রাসার শিক্ষকগন। আসার পরে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে শিক্ষার্থীরা বরন করে নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com