শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাঁজাসহ মহিলা আটক পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা মশিউর রহমান চেয়ারম্যান হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে সখিপুর পারুলিয়ার ব্যবসায়ীদের প্রিয় জালাল উদ্দীনের ইন্তেকাল জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন আর নেই সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতা পুত্রের দাফন সম্পন্ন আজ সাতক্ষীরায় আসছেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা রেকর্ড ভাঙ্গা তাপদাহে পুড়ছে দেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ

কালিগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ হতে পৃথক কর্মসূচি গ্রহন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা সরকারী প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ৩০মিনিটে সোহরাওয়ার্দ্দী পার্কে বিজয় স্তম্ভে বীর শহীদদের প্রতি ও সকাল ৭টা ৪৫মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী,উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশ,সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী, থানার ওসি মোঃ শাহিন। বিজয় স্তম্ভে পূস্পমাল্য অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমনের নেতৃত্বে সন্তান কমান্ড নেতৃবৃন্দ। উপজেলা আ“লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির নেতৃত্বে আ“লীগ নেতৃবৃন্দ,জাতীয়তাবাদী দল বিএনপি,জাতীয় পাটি,প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সাংষ্কৃতিক প্রতিষ্টান। সকাল ৮টায় সরকারী কবর স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন। সকাল ৯টায় উপজেলা মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পরে বিভিন্ন বাহিনীর কর্তৃক কুচকাওয়াজ,বিভিন্ন শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন এবং ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্টিত হয়।সকাল ১০টায় উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধাবৃন্দদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন দেশের জন্য জীবনকে বাজি রেখে যারা বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা ও জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর বহমানকে শ্রদ্ধাভরে স্মরন করি। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান বাঙালী জাতি কখনো শোধ করতে পারবেনা। আমরা সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী,ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল আহসান,দিপালী রানী ঘোষ,সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মক্তিযোদ্ধা চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পদক এস এম ফারূক হোসেন,এ্যাড.হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ। উপস্থিত ছিলেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু,শ্যামনগর উপজেলা নেতা সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, শিক্ষক সুশাান্ত বিশ্বাস বাবু লালবাবু , শেখ নুরুজ্জামান টুটুল, সহ কালিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলা আ“লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com