রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাঁজাসহ মহিলা আটক পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা মশিউর রহমান চেয়ারম্যান হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে সখিপুর পারুলিয়ার ব্যবসায়ীদের প্রিয় জালাল উদ্দীনের ইন্তেকাল জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন আর নেই সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতা পুত্রের দাফন সম্পন্ন আজ সাতক্ষীরায় আসছেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা রেকর্ড ভাঙ্গা তাপদাহে পুড়ছে দেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ

কেশবপুরে থামছে না মাদক ব্যবসা!! তিন মাসে ১১ মামলা !! গ্রেফতার ১২।

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে মাদকের ব্যবসা থামছে না। মাদকে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরাও। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিস্তার বেড়েছে। যেন মাদকে ভাসছে কেশবপুর। কেশবপুর পৌর শহর কেন্দ্রীক এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি গ্রামেও এর ভয়াবহতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। উঠতি বয়সী যুবক, শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে মাদকের সঙ্গে। এর মধ্যে উপজেলার মজিদপুর, বায়সা, মঙ্গলকোট, চুয়াডাঙ্গা, কর্ন্দপুপুর, আলতাপোল, হাসানপুর, টিটাবাজিতপুর, বুড়িহাটি, চিংড়া, সাগরদাঁড়ি, পাঁজিয়া, ব্রম্মকাটি, বালিয়াডাঙ্গা ও পৌর এলাকায় প্রতিনিয়ত স্থানীয় ও বহিরাগত যুবকরা এসে মাদক ব্যবসাসহ সেবন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময়ে কেশবপুর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করলেও থামছে না মাদকের ভয়াবহতার ছোবল। থানা সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে গত শুক্রবার (২২ মার্চ) পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন মাদক বিক্রির সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়ে থানা পুলিশ মাদকদ্রব্যসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৩ পিচ ইয়াবা ও ৮০০ গাঁজা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১ টি মামলা হয়েছে। তবে পুলিশ বলছে, কেশবপুরে মাদকের সঙ্গে যুক্ত হলে কোন ব্যক্তিই ছাড় পাবে না। কেশবপুর পৌর সভার আবুল বাসার খান দৈনিক স্পন্দনকে বলেন, ইতোমধ্যে উপজেলার মধ্যকুল এলাকায় এক মাদক বিক্রেতা ও সেবনকারীর মধ্যে হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেশবপুর উপজেলা সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হলো সরসকাটি ঘাট, সাগরদাঁড়ি ঘাট ও চিংড়া ঘাট। আর এ ঘাট দিয়ে ভারত থেকে মাদক ব্যবসায়ীরা ইয়াবা, ফেনসিডিল আমদানি করে থাকে। এ উপজেলায় মাদকদ্রব্য বিকিকিনি বৃদ্ধি পাওয়ায় সচেতন মহল বিষ্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবক বলেন, কেশবপুর পৌরসভার বায়সা কালাবাসা মোড়, শীতলাতলা মোড়, তেলপাম্প, ট্রাকটার্মিনাল, ব্রম্মকাটি, বালিয়াডাঙ্গা,বরনডালী,সরসকাটি,শাহাপুর,মেহেরপুর,গোপসেনা এলাকা ও কেশবপুর সদর ইউনিয়ন, মঙ্গলকোট, পাজিঁয়া, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, হাসানপুর, সাতবাড়িয়া, ত্রিমোহিনী, সুফলাকাটি, গৌরিঘোনা ইউনিয়নের বিভিন্ন স্পটে সন্ধ্যার পর স্থানীয় এবং বহিরাগতদের নিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের আড্ডা জমে ওঠে। উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বিশ্বাস দৈনিক দৃষ্টিপাতকে বলেন, মঙ্গলকোট, বসুন্তিয়া, পাথরা, বড়েঙ্গা, পাচারই, কর্ন্দপপুর ও রামকৃষ্ণপুর এলাকার দিকে মাদক বিক্রেতা এবং সেবনকারীদের আনাগোনা দেখা যায়। উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ দৈনিক স্পন্দনে বলেন, মাদকের সাথে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীসহ উঠতি বয়সী যুবক। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে শিক্ষার্থীসহ যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। কেশবপুর উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক দৈনিক দৃষ্টিপাতকে বলেন, এখনই যদি এদের রুখে দেওয়া না যায়, তাহলে যুবক ও শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যাবে। কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। তিনি আরও বলেন, পৌর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নে ব্যাপক হারে মাদক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম দৈনিক দৃষ্টিপাতকে বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। গত তিন মাসে ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। কেশবপুরে মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com