শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাঁজাসহ মহিলা আটক পাইকগাছায় তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা মশিউর রহমান চেয়ারম্যান হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে সখিপুর পারুলিয়ার ব্যবসায়ীদের প্রিয় জালাল উদ্দীনের ইন্তেকাল জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন আর নেই সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতা পুত্রের দাফন সম্পন্ন আজ সাতক্ষীরায় আসছেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা রেকর্ড ভাঙ্গা তাপদাহে পুড়ছে দেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ

কয়রায় কৃষক সমাবেশে এমপি রশীদুজ্জামান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, কৃষকরাই হচ্ছেন এদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড। কৃষি অর্থনীতির ওপর নির্ভর করে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছে বলেই বৈদেশিক মুদ্রার উপর চাপ কম। সেখানেই দেশের শ্রমশক্তির একটি অংশ নিয়োজিত। কৃষকরা শস্য ফলান বলেই দেশের মানুষ দু’বেলা দু’মুঠো খাবার পান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ও বাস্তবায়ন করেছেন। সুজলা সুফলা বাংলাদেশের কৃষকদের তিনি একটি উন্নত জীবন উপহার দিয়েছেন, যোগ করেন এমপি। তিনি বলেন, সেই কৃষকের ফসলের মূল্য নিশ্চিত করতে হবে। না হলে তারা কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলবে। কিন্তু দূর্ভাগ্য এই যে কৃষকরা অতীতের মতো সংগঠিত না। তাদেরকে সংগঠিত করেই কৃষকদের সম্মান আর অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তবে এক শ্রেনির সিন্ডিকেটের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কিন্তু কৃষক তার পণ্যের সঠিক দাম পায়না। এ সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। বুধবার (২৮মার্চ) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আমাদী ইউনিয়নের পাটনীখালী গ্রামে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাদল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায়, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাংসাদ রশীদুজ্জামান। তিনি বলেছেন, উৎপাদন বৃদ্ধির জন্য ভাল বীজ ও ভাল উপকরনের প্রয়োজন। এখন উপকরনের অভাব নেই । আমরা যদি কৃষকের উন্নতি করতে পারি, তবে মাননীয় প্রধানমন্ত্রীর সেই শ্লোগান- কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ তা বাস্তবায়িত হবে। তাই কৃষকদের উন্নয়নে যা যা করা দরকার আমরা তা করব। কারন কৃষকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে উন্নত মানের বীজ, কৃষি উপকরণ বিতরন, কৃষিতে ভুর্তুকীসহ সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসরবরাহ নিশ্চিত করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচলক বাদল চন্দ্র বিশ^াস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এ আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদের কৃষি উৎপাদনকে বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামীলীগ সরকারের আমলে কৃষি উপকরনের কোনো সংকট হবে না। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব কুমার সানা, স্মার্ট ক্লাইমেট প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি,এম,তারিক-উজ-জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ, অতিরিক্ত উপপরিচালক এসএম মিজান মাহমুদ, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উপসহকারি মাহফুজুর রহমান, নাইমুর রহমানসহ সাংবাদিক বৃন্দ, ইউপি সদস্য ও কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com