সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

গাজার প্রতিটি এলাকা দুর্ভিক্ষ কবলিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলি বাহিনী আর হামাস যোদ্ধাদের মাঝে তুমুল যুদ্ধ চলছে ঐতিহাসিক রাফা শহরে গাজা উপত্যকার সর্বত্র বিমান আর বোমা হামলায় মৃত্যুপুরীতে পরিনত হওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি প্রানের বাঁচার আকুতি নিয়ে রাফায় অবস্থান নিয়েছে এবং তাদের সিংভাগের জায়গা হয়েছে তাবুর নিচে আশ্রয় শিবিরে। সেই রাফা ও তাদের জন্য নিরপদ থাকলো না। পুরো রাফা শহর দখলদার বাহিনী অবরুদ্ধ করে রেখেছে নির্বিচারে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। রাফার রাস্তায় রাস্তায় লাশ আর লাশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ হতে রাফা অভিযান ও হত্যা বন্ধের আহবান জানালো হতে চলেছে হত্যাকান্ড। রাফার আশ্রয় শিবির গুলোতেও বিমান ও বোমা হামলা চলছে। এই শহর প্রথম থেকেই যেমন সমৃদ্ধ অনুুরুপ ভাবে অত্যাধিক জনবহুল। মিশর সীমান্ত সংলগ্ন হওয়ায় রাফা ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শিল্প, সংস্কৃতি, সভ্যতা ও শিক্ষায় অনেক অনেক উচ্চতায় অবস্থান করছে। সেই রাফা শহর বিরান ভুমিতে পরিনত হতে চলেছে রাফার সর্বত্র কেবল ধ্বংস্তুপের স্তুপ, খাদ্য অভাবে রাফাবাসি প্রাণ হারানোর পর্যায়ে পৌছেছে, এদিকে গাজার উত্তর ও পশ্চিম অঞ্চলে হামাস নির্মূল হয়েছে। হামাসের সব ঁঘাঁটি ও সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে বলে যে প্রচার করা হচ্ছে এবং ইসরাইল বাহিনী বলছে যে বিষয়ে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম পোস্টে জানিয়েছে আমাদের হাজার হাজার যোদ্ধা উত্তরাঞ্চল ও পশ্চিমা অঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আবশ্য ইসরাইলের সেনা বাহিনীর প্রাক্তন মের্জ জেনারেল ইয়ালভিকাই বলেছেন গাজার উত্তর ও পশ্চিম অঞ্চলে হামাস যোদ্ধারা সক্রীয় অন্তত পাঁচ হাজার যোদ্ধা ভূ-পৃষ্ঠের উপরেও ভূগর্ভস্থের অভ্যন্তরে অবস্থান করে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের সক্ষমতা সামর্থ ও ক্ষমতাকে খুব বেশি ধ্বংস করতে পারেনি ইসরাইলি বাহিনী একই সুরে সুর মিলিয়ে বিশ্বের সর্বাধিক প্রচারিত নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে গাজায় হামাস যোদ্ধারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সমানতালে যুদ্ধ করের চলেছে। তাদের সামরিক শক্তি অক্ষুন্ন আছে। নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে গাজায় হামাসের বেশীর ভাগ সুড়ঙ্গ অক্ষত আছে। হামাস সদস্যরা অতি সহজইে উক্ত সুড়ঙ্গগুলোতে অবস্থান নিয়ে ইসরাইলিদের সাথে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হামাসের শক্তি ও সামর্থ প্রমান করে যে তার এখনও পর্যন্ত টিকে আছে। এদিকে আবারও মার্কিন ও যুক্তরষ্ট্র ইয়েমেনের হুতি অবস্থানের উপর বিমান হামলা পরিচালনা করেছে। গতকাল রয়টার্স পরিবেশীত খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের আঠার হুতি অবস্থানে বিমান হামলা পরিচালনা করেছে। গতকাল দখলদার ইসরাইলি বাহিনী গাজায় ব্যাপক ভিত্তিক বিমান হামলা পরিচালনা করেছে। মধ্য গাজার বিভিন্ন আবাসিক এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত শতাধীক ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নাারী ও শিশু। হামাসের তীব্র প্রতিরোধ হামলায় গাজায় দখলদাার ইসরাইলি সেনারা পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে চলমান, হামাস সদস্যদের হামলায় ইসরাইল সেনাদের ছত্রভঙ্গ হওয়ার উপক্রম যেমন ঘটছে অনুরুপ আত্মরক্ষার্থে এই এলাকায় অবস্থান ও অভিযান পরিচালনা করছে। ইসরাইলের অভ্যন্তরে গত পাঁচ মাসে কয়েক শত বিক্ষোভ হয়েছে হামাসের হাতে আটক ইসরাইলি বন্দীদের মুক্তির দাবীতে এবং মুক্ত করতে না পারায় গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে গতকাল ইসরাইলের রাজধানী তেল আবিবে স্মরন কালের শ্রেষ্ঠ বিক্ষোভ হয়েছে। গতকালের বিক্ষোভের বক্তব্য ছিল ইসরাইল যুদ্ধ বিরতিতে কেন র্ব্যর্থ হচ্ছে। দেশটিপর প্রধানমন্ত্রী যুদ্ধ বিরতি প্রস্তাব কেন প্রত্যাখান করলো। বিক্ষোভের এক পর্যায়ে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ইসরাইলিদের অগ্রযাত্রা হলে পুলিশ প্রতিরোধ করতে চাইলে পুলিশ বাঁধা অতিক্রম করলে এসময় অন্তত দশজন বিক্ষোভকাারীকে গ্রেফতার করে ইসরাইলি পুলিশ। এ দিকে দখলদার ইসরাইলি বাহিনী এবার ফিলিস্তিনি মুক্তি সংস্থার অভিসংবাদিত প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের বসতবাড়ী বোমা হামলায় পুরো পুরি ধ্বংস করে দিয়েছে। পশ্চিমা মিডিয়া ও রয়টার্সের খবরের বলা হয়েছে গাজা শিশু ও নাারী নিহত হওয়ার সংখ্যা ইউক্রেন যুদ্ধের অন্তত ছয়গুন বেশী। গতকাল আলজাজিরা জানিয়েছে ইসরাইলি প্রতিনিধি দল বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছে তারা সম্ভাব্য যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনা করছে। জানাগেছে রোজার আগেইযুদ্ধ বিরতি কার্যকর হতে পারে এবং এই যুুদ্ধ বিরতি ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। সমগ্র গাজা দুর্ভিক্ষে কবলিত, ফিলিস্তিনিরা অপরিপক্ক পপশু বিশেষ করে ঘোড়া ও গাধার মাংস খাচ্ছে। সেই সাথে লতাপাতা ও তাদের আহারের অংশে পরিনত হয়েছে। এদিকে জাতিসংঘ ইসরাইলেকে অস্ত্র সরবরাহ না করার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com