শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইসরাইল হামাসের বিশভাগ সক্ষমতা ও ধ্বংস করতে পারেনি শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ক্রেতা সাধারণ জিম্মি ব্যবসায়ীদের হাতে———– কপিলমুনিতে গলাকাটা দরে কেজিতে তরমুজ বিক্রয় বড়দলে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সুরক্ষা সেবা প্রদান আশাশুনি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ইসতেসকার নামাজ আদায় আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন আশাশুনিতে বৃষ্টি জন্য ইস্তেস্কার নামাজ আদায় পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পাকিস্তানকে হারিয়ে আফগানদের ‘প্রথম’ জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: পাকিস্তানকে একশর নিচে আটকে রেখে মূল কাজটা সারেন বোলাররা। ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন উইকেটে ওই রান নিয়েও ম্যাচ জমিয়ে তোলেন ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিমরা। তবে মিডল অর্ডারে ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দিলেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে আফগানিস্তান। পাকিস্তানের ৯২ রান পেরিয়ে গেছে তারা ১৩ বল বাকি থাকতে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটাই আফগানদের প্রথম জয়। দুই দলের আগের দেখাতেও অনির্বচনীয় এই স্বাদ পেতে পারতো তারা। শারজাহতেই এশিয়া কাপের ওই ম্যাচে শেষ ওভারে নাসিম শাহর দুই ছক্কায় কোনোমতে জিতেছিল পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ প্রথম পছন্দের এক ঝাঁক খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া দলটি গড়ে তুলতে পারেনি কোনো জুটি। দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ২০ রানের জুটি নেই একটিও, কোনো ব্যাটসম্যান যেতে পারেননি ২০ পর্যন্ত। সর্বোচ্চ ১৮ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। তার বাইরে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল সাইম আইয়ুব, তৈয়ব তাহির ও শাদাব খান। এক সময়ে নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের নিচে থামার শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে শেষ দিকে আফগানদের বাজে কিছু ফিল্ডিংয়ের সুবিধা কাজে লাগিয়ে দলটি যায় একশ রানের কাছে। এই ম্যাচের ৯২ টি-টোয়েন্টিতে তাদের পঞ্চম সর্বনিম্ন। আফগানদের ছয় বোলারই পান উইকেটের দেখা। ৪ ওভারে ¯্রফে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে সফলতম বোলার মুজিব উর রহমান। পেসার ফজলহক ফারুকি ২ উইকেট নেন ১৩ রানে। রান তাড়ায় আফগানদের শুরুর জুটিতে ওঠে ২৩ রান। এরপর ৪ রানের মধ্যে দুই ওপেনারের সঙ্গে ফিরে যান গুলবাদিন নাইব। টি-টোয়েন্ট অভিষেকে নিজের প্রথম বলেই ইহসানউল্লাহ পান উইকেট, বিদায় করেন ইব্রাহিম জাদরানকে। এক বল পর কিপারের গøাভসে ক্যাচ দিয়ে ফেরেন নাইব। চমৎকার এক ডেলিভারিতে গুরবাজকে বিদায় করেন নাসিম। করিম জানাতকে বোল্ড করে দ্রæত থামান ওয়াসিম। দশম ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে তা দারুণ দৃঢ়তায় কাটিয়ে ওঠে নবি ও নাজিবউল্লাহ। তাদের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের আনন্দে ভাসে আফগানিস্তান। তিন চার ও এক ছক্কায় ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ অলরাউন্ডার নবি। একবার জীবন পাওয়া নাজিবউল্লাহ ২ চারে ২৩ বলে করেন ১৭ রান। আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২০ ওভারে ৯২/৯ (আইয়ুব ১৭, হারিস ৬, শফিক ০, তাহির ১৬, আজম ০, ওয়াসিম ১৮, শাদাব ১২, আশরাফ ২, নাসিম ২, জামান ৮*, ইহসানউল্লাহ ৬*; ফারুকি ৪-০-১৩-২, ওমরজাই ৩-০-২০-১, মুজিব ৪-০-৯-২, নাভিন ২-০-১৯-১, রশিদ ৪-০-১৫-১, নবি ৩-০-১২-২)। আফগানিস্তান: ১৭.৫ ওভারে ৯৮/৪ (গুরবাজ ১৬, ইব্রাহিম ৯, নাইব ০, নবি ৩৮*, জানাত ৭, নাজিবউল্লাহ ১৭*; নাসিম ৪-০-২৭-১, জামান ৩-০-১৯-০, ইহসানউল্লাহ ৩.৫-০-১৭-২, ওয়াসিম ৪-০-১১-১, শাদাব ৩-০-১৫-০)। ফল: আফগানিস্তান ৬ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com