বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ শেষ, দুর্গম দুই দ্বীপ ইউনিয়নে পৌঁছে গেছে ব্যালট পেপার নূরনগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত ও গুরুতর আহত ১ জন যাত্রী পাইকগাছার হরিঢালীতে শশুরের নির্মম অত্যাচারে পুত্রবধূর মৃত্যু আশাশুনিতে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স অনুষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু ফিফার আমন্ত্রণে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান আজ দুবাই যাচ্ছেন সাতক্ষীরায় শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার বোতল বিশুদ্ধ খাবার পানি বিতরণ কেশবপুরে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণ অলংকার সহ ৫ লাখ টাকার চুরি রাফা দখলে নিয়েছে ইসরাইল বাহিনী

বাঁধা উপেক্ষা করেছে আলআকসা মসজিদে হাজার হাজার ফিলিস্তিনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ রোজার দিনগুলোতেও দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা ফিলিস্তিনিদের উপর বিমান হামলা পরিচালনা করে গণহত্যা করছে। রমজান মাস বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য সিয়াম সাধনার মাস এই মাসে মুসলমানরা দিনে পানাহার হতে নিজেদেরকে বিরত রাখে এবং রোজা পালন করে। ফিলিস্তিনি মুসলমানরা রোজার দিনগুলোতেও জীবন হারাচ্ছে। ইসরাইলি বিমান বাহিনীর বিমানগুলো হতে মুহুর মুহুর বোমা নিক্ষেপ করছে গাজা ভূখন্ডে ১৯৪৮ সাল থেকে দখলদার ফিলিীস্তনিদের পবিত্র ভূমিক দখল করার পর থেকে ইসরাইল নামক রাষ্ট্রটি ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন, হামলা সহ হত্যাযজ্ঞ পরিচালনা করে আসছে। কিন্তু পবিত্র রোজারমাস গুলোতে হত্যাকান্ডকে দেখেনি ফিলিস্তিনিরা, এবার সেই নিরীহ নিরস্ত্র ফিলিীস্তনিরা রোজার সময় গুলোতে মৃত্যুকে আলিঙ্গন করে চলেছে। দখলদার ইসরাইলি বাহিনী গতকাল রোজার দ্বিতীয় দিনে খান ইউনিস, মধ্যগাজা, রামাল্লা সহ পশ্চিম গাজায় ব্যাপক ভাবে বিমান হামলা পরিচালনা করেছে। গাজার ঐতিহ্যবাহী রাফা শহর বর্তমান সময়ে মৃত্যু পুরীতে পরিনত হয়েছে। রাফার বিস্তীর্ন এলাকাগুলোতে দখলদার ইসরাইলি বাহিনীর নির্মম নিযাতন আরন্ত হত্যাকান্ড ও ধ্বংস স্তুপের উজ্জ্বল স্বাক্ষী হিসেবে নিজেকে জানান দিয়ে চলেছে। দখলদার বাহিনী যে কেবল মাত্র ফিলিীস্তনিদেরকে হত্যা করে চলেছে তা নয় দখলদার ইহুদী বাহিনীর সদস্যরাও প্রতিমুহুর্তে হামাসযোদ্ধাদের দ্বারা হামলার সম্মুখিন হচ্ছে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা হামাস যোদ্ধাদের দ্বারা প্রতিরোধ হামলা সহ সম্মুখ হামলায় ক্ষতিগ্রস্থ হলেও দৃশ্যতঃ দখলদার বাহিনীর বক্তব্য গাজায় তারা হামাসকে নির্মূল করছে। কিন্তু বাস্তবতা হলো হামাসের শক্তি ও সামর্থকে ইসরাইলি বাহিনী নিমূল করতে পারেনি। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে ইসরাইলি বাহিনী কোন অবস্থাতেই হামাস যোদ্ধাদের নির্মূল ও নিয়ন্ত্রন করতে পারেনি কারন হামাস যোদ্ধাদেরকে যদি নির্মূল ও নিয়ন্ত্রন করতে পারতো তাহলে দখলদার ইসরাইলি বাহিনী গাজা ভূ-খন্ডে প্রতিনিয়ত হামাস যোদ্ধাদের দ্বারা হামলা সহ প্রতিরোধ হামলার সম্মুখিন হতো না। গতকাল কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে রামাল্লা ও তার আশপাশের এলাকাগুলোতে গতকাল ইসরাইলি বাহিনী বিমান হামলা ও স্থল অভিযানের পাশাপাশি বিপুল সংখ্যক ফিলিস্তিনি কে গ্রেফতার করেছে। দখলদার বাহিনীর কারাগারে আটক অবস্থায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্মম মানসিক ও শারিরীক নির্যাতন পরিচালনা করা হচ্ছে। মধ্যগাজায় ফিলিস্তিনি পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের উপর গতকাল হামলা চালিয়েছে দখলদার বাহিনী। প্রথম রোজায় আল আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনিদেরকে ইসরাইলি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাঁধা প্রদান করলেও দ্বিতীয় রোজায় হাজার হাজার ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ মুখি হয়। ইসরাইলি বাহিনী চেষ্টা করেও ফিলিস্তিনিদের আল আকসা মসজিদ মুখি স্রোত থামাতে পারেনি। মহা পবিত্র আল আসা মসজিদ কমপ্লেক্স এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিরা ইফতার সহ নামাজ কায়েম করেন। ধারনা করা হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী কোন সময়ে আল আকসা মসজিদে হামলা পরিচালনা করে ফিলিীস্তনিদের কে লাশে পরিনত করতে পারে তবে বাস্তবতা হলো আল আকসা মসজিদে হামলা পরিচালনা করার নৈতিক শক্তি ইসরাইলি বাহিনী সংরক্ষন করে কিনা সন্দেহ। এদিকে ইসরাইল এবং হামাস যুদ্ধ বিরতি সহসা হচ্ছে না এমনই অভাব দিচ্ছে বিশ্ব মিডিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিেেছ মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ হতে বলা হয়েছে বেশ কয়েকটি শর্তে দুই পক্ষই অনড় থাকায় যুদ্ধ বিরতি প্রস্তাব কার্য করে বিলম্ব ঘটছে। এদিক নদী পথে গাজায় ত্রানসরবরাহ আসছে। দূর্ভিক্ষপিড়িত গাজার জন্য খাদ্য শষ্য আসছে যা গাজার জন্য সুসংবাদ। এদিকে গাজার ধ্বংস হওয়া মসজিদগুলোর ধ্বংসস্তুপের মাঝেই নামাজ আদায় করছে। গতকাল দ্বিতীয় রোজারদিনে গাজায় হামাদ শহরে দখলদার ইসরাইলি বাহিনীকে হামাস সদস্যলা অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক সংখ্যক দখলদার সেনাকে হতাহত করেছে। উক্ত হামলার কারনে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যদের মাঝে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দখলদার বাহিনীর কতজন সদস্য হামাদ শহরের হামলায় নিহত হয়েছে তা জানা না গেলেও হামাসের কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওয়বায়দা বলেছে দখলদার বাহিনীর উল্লেখযোগ্য সেনা হামাদ শহরে হতাত হয়েছে এবং তাদের সামরিক যান ধ্বংস হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com