শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

ভিনদেশে কেমন চলছে ‘প্রিয়তমা’?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

এফএনএস বিনোদন: হলিউডে ‘সিনেমা মৌসুম’! এর মাঝেও বাংলাদেশের আলোচিত ছবি ‘প্রিয়তমা’ কানাডা ও আমেরিকার থিয়েটারে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, দ্বিতীয় সপ্তাহেও চলবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, বিশ্ব সিনেমার এই ভরা মৌসুমে প্রথম উইকেন্ড বা ৩ দিনে চুয়াল্লিশ হাজার ডলার গ্রস কালেকশন করেছে ‘প্রিয়তমা’। যা বাংলাদেশি টাকায় টিকিট মূল্য দাঁড়ায় প্রায় ৪৮ লাখ টাকা! ভিনদেশে ‘প্রিয়তমা’, ৩ দিনে ৪৮ লাখ টাকার টিকিট বিক্রি! দ্বিতীয় সপ্তাহেও কানাডা-আমেরিকায় চলবে ‘প্রিয়তমা’ হলিউডে ‘সিনেমা মৌসুম’! এর মাঝেও বাংলাদেশের আলোচিত ছবি ‘প্রিয়তমা’ কানাডা ও আমেরিকার থিয়েটারে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, দ্বিতীয় সপ্তাহেও চলবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, বিশ্ব সিনেমার এই ভরা মৌসুমে প্রথম উইকেন্ড বা ৩ দিনে চুয়াল্লিশ হাজার ডলার গ্রস কালেকশন করেছে ‘প্রিয়তমা’। যা বাংলাদেশি টাকায় টিকিট মূল্য দাঁড়ায় প্রায় ৪৮ লাখ টাকা! সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়ে অলিউল্লাহ সজীব বলেন, আগের সপ্তাহ থেকে চলে আসা ইন্ডিয়ানা জোন্স, একই দিনে মুক্তি পাওয়া জয় রাইড, মাঝ সপ্তাহে বুধবার মুক্তি পাওয়া মিশন ইম্পসিবলের কারণে কানাডা আমেরিকার চেইনগুলি এ মুহূর্তে আউটস্ট্যান্ডিং সম্ভাবনার কোন সিনেমা না হলে পর্যাপ্ত থিয়েটার দিচ্ছেনা বা দিতে পারছেনা। নিজেদের ইন্ডাস্ট্রির সিউরশট বøকবাস্টার সিনেমা যেগুলার উপর তাদের ইয়ারলি ব্যবসারও প্রায় সবটা নির্ভর করে সেগুলো রেখে অন্য ইন্ডাস্ট্রির অনিশ্চিত সম্ভাবনার সিনেমার উপর তারা বাজি ধরবে এটা আশা করাও অন্যায়। তাই ‘প্রিয়তমা’ বেশ কিছু কঊণ লোকেশন ছাড়াই মুক্তি পেয়েছে। তিনি বলেন, কানাডার অটোয়া, মন্ট্রিয়াল, এডমন্টন, সাস্কাটুন, রেজিনা এবং আমেরিকার ভার্জিনিয়া, সাউথ ফ্লোরিডা, পেন্সিল্ভেনিয়ার আপার ডার্বি- ল্যান্সডেল, নিউইয়র্কের বাফেলো, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল লস এঞ্জেলেস, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস এর কোনো থিয়েটারে জায়গা বের করা যায়নি ‘প্রিয়তমা’র জন্য। প্রত্যেকটি লোকেশন আমাদের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বড় অংকের একটা বক্স অফিস কন্ট্রিবিউশন আসে এসব মার্কেট থেকে। প্রথম ৩ দিনে ‘প্রিয়তমা’ ৪৪ হাজার ডলার গ্রস করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) ৪র্থ সর্বোচ্চ ওপেনিং। তিনি বলেন,“আশা জাগানিয়া বিষয় হল, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি কবু মার্কেটে রিলিজ হতে পেরেছে তার সবগুলোতেই দারুণ পারফর্ম করছে প্রিয়তমা।” অলিউল্লাহ সজীব বলেন, নিউ ইয়র্কে তো রীতিমত ‘প্রিয়তমা’ ঝড় বইছে! দর্শকের চাপে এ কঠিন সময়েও নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন। মিশিগানের এএমসি জন আর ১৫ এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ দেখার উৎসব। ‘প্রিয়তমা’র এমন দুর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা। সজীব বলেন, সবচেয়ে ভাল খবর হচ্ছে, এ সবগুলো হলেই ২য় সপ্তাহে পদার্পণ করেছে ‘প্রিয়তমা’। এখানে আবারো মনে করিয়ে দেই, এ পিক সামার মৌসুমে হলিউড সিনেমার প্রবল দাপটের মাঝে একমাত্র আউটস্ট্যান্ডিং সম্ভাবনা থাকলে বা আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স করলেই জায়গা পাওয়া বা ধরে রাখা যাবে থিয়েটারগুলিতে। ‘প্রিয়তমা’ উপরের থিয়েটারগুলিতে সেটা করতে না পারলে ২য় সপ্তাহে যাবার প্রশ্নই উঠত না। আন্তর্জাতিক চেইন থিয়েটারগুলো বাংলাদেশের সিনেমার এই সাফল্যে উচ্ছ¡সিত। মাল্টিপ্লেক্স জ্যামাইকা প্রথম কোনো বাংলাদেশের সিনেমাকে নিয়ে আলাদা পোস্ট করেছে। দর্শকের ভিডিও ভাসছে টাইম লাইনে। ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল,সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট ৪২টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমার প্রধান তারকা বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং ভারতের ইধিকা পাল। কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় বাংলাদেশে মুক্তির পর ইতোমধ্যেই বøকবাস্টারের পথে ছুটছে ‘প্রিয়তমা’। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে বাংলাদেশ,কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী ১৫২টি থিয়েটারে চলছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com