বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

শ্যামনগরে উপজেলা মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম, উপজেলা চেয়ারম্যান হস্তক্ষেপে কাজ বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিধিবহির্ভূত ভাবে নির্মিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার উপজেলা মডেল মসজিদ। সারা দেশে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ নির্মিত হচ্ছে ৫৬০টি মডেল মসজিদ। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। যাহার বরাদ্দ ১৪ কোটির অধিক। সরজমিনে গিয়ে দেখা যায়, এক তলার ছাদ ঢালাইয়ের তলা দিয়ে রড দেখা যাচ্ছে। এ ছাড়া মসজিদের পাশে রাখা রড ও নির্মাণ কাজে ব্যবহৃত রড গুলো মরিচা ধরে ঝরে পড়ছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করলে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ মঙ্গলবার ২রা এপ্রিল স্বরেজমিনে কাজটি দেখে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেন। এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, নিম্নমানের রড দিয়ে কাজ করা ও ঢালাই পরবর্তী কিউরিন করা হচ্ছে না। তার জন্য আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন রড এনে আলোচনার মাধ্যমে আবার কাজ শুরু হবে। উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ উপহার দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। তিনি নিম্নমানের সামগ্রী পরিহার করে সঠিক নিয়মে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক আছি ঠিকই তবে এ কাজটি সম্পূর্ণ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। দেখভাল করার দায়িত্বে তাদের। তবে আমি বিষয়টি দেখছি। এ বিষয়ে মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মসজিদের ঠিকাদার হাসান এন্টারপ্রাইজ এর স্বত্ব অধিকারী মোঃ হাসান মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এরকম হওয়ার কথা নয় তবে বিষয়টি আমি দেখছি। আমি পাঁচটি মডেল মসজিদের নির্মাণ কাজ করছি। শ্যামনগর, কালিগঞ্জ, তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর উপজেলা গুলিতে একসাথে কাজ চলছে। কোথাও এ ধরনের সমস্যা হয়নি। বরাদ্দের বিষয় তিনি বলেন বর্তমান বরাদ্দ ১৩ কোটি ২৮ লাখ তবে মসজিদের সম্পূর্ণ ডিজাইন ও অবকাঠামো শেষ করতে প্রায় ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মডেল মসজিদ নির্মাণ বিষয়টি নিয়ে শ্যামনগরের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যপক ক্ষোভ বিরাজ করছে। সঠিকভাবে যাতে মসজিদটির নির্মাণ কাজ করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে উপজেলাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com