সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

শ্যামনগরে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখারার নামাজ আদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করা হয়েছে। বৈশাখ মাস প্রায় অর্ধেক হয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টির না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। তাই তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারিব্রিজ ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে সালাতুল ইস্তেখারার বিশেষ নামাজ আদায় করেছেন গ্রামবাসী। নামাজ শেষে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বৃষ্টির আশায় মহান আল্লাহতালার কাছে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, তীব্র তাপদাহ ও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। মাওঃ আব্দুর রউফ গাজীর সঞ্চালনায় এ বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ আতিকুল্লাহ, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ নুরুল হুদা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com