বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় কোথায় কখন ঈদ জামাত অনুষ্ঠিত হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ ঈদ মোবারক, দৈনিক দৃষ্টিপাত পরিবারের পক্ষ থেকে সকল কে ঈদের শুভেচ্ছা। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দৈনিক দৃষ্টিপাতে ঘোষনা অনুযায়ী যারা ঈদ জামাতের নামাযের সময় সূচী দৈনিক দৃষ্টিপাতে পাঠিয়েছেন শুধুমাত্র সেই সকল ঈদ জামাতের সময় সূচী দৈনিক দৃষ্টিপাতে প্রকাশ করা হল। সাতক্ষীরা মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুইটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল ৮টা ও ২য় জামাত সকাল ৮.৩০ মি: সাতক্ষীরা স্টেডিয়ামে সকাল ৮টা, সাতক্ষীরা পুলিশ লাইন মসজিদ সকাল ৮টা, সাতক্ষীরা কুবা মসজিদ সকাল ৮টা সাতক্ষীরা কালেক্টরেট মসজিদ সকাল ৭টা, মধুমোল্লার ডাঙ্গী জামে মসজিদ সকাল ৮টা, পলাশপোল গুড় পুকুর ঈদগাহ ময়দান সকাল ৭.১৫মি:, সুলতানপুর ঈদগাহ সকাল ৭.৩০ মি., দক্ষিন সুলতানপুর জামে মসজিদ সকাল ৮টা, সূলতানপুর ওমর ফারুক জামে মসজিদ সকাল ৮টা, রসুলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সকাল ৮টা, গোবিন্দপুর জামে মসজিদ সকাল ৮.১৫ মিনিট, কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিট, জামালনগর ফকিরবাড়ি ঈদগাহ ময়দান সকাল ৮.০০, কুল্যা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮.০০, বাইতুল আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ৮.০০, কাদাকাটি বাজার সকাল ৮.০০, শ্রীকলস ঈদগাহ ময়দান সকাল ৮.০০, গুনাকরকাটি দরবার শরীফ সকাল ৯.০০, আগরদাড়ি হাজীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ সকাল ৮.৩০ মিনিট, বড়দল সানাবাড়ি ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিট, তুয়ারডাঙ্গা ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিট, তেঁতুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ৮.০০, উত্তর পুইজালা গাজীবাড়ি বাইতুল আকসা জামে মসজিদ সকাল ৮.০০, ডুমুরপোতা পূর্বপাড়া ঈদগাহ ময়দান সকাল ৮.০০, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদ সকাল ৮.০০, গোয়ালডাঙ্গা আল হেরা ছোরমানিয়া হাফিজীয়া মাদ্রাসা ময়দান সকাল ৭.৩০, বৈরামপুর জামে মসজিদ সকাল ৮.০০, মাদারবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ সকাল ৮.৩০ মিনিট, মাড়িয়ালা ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিট, কচুয়া (হামকূড়া) আহলে হাদীস জামে মসজিদ সকাল ৮.০০, বুধহাটা দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ সকাল ৮.০০, আগরদাড়ি ঈদগাহ ময়দান সকাল ৮.১৫ মিনিট, দক্ষিণ দরগাহপুর ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিট, গোবরদাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮.০০, কচুয়া পূর্বপাড়া (হামকূড়া) জামে মসজিদ সকাল ৮.০০, গোয়ালডাঙ্গা সরদার বাড়ি জামে মসজিদ সকাল ৭.৩০, কোদন্ডা বাইতুল আমান জামে জামে মসজিদ সকাল ৭.৩০ মিনিট, উত্তর নওয়াপাড়া জামে মসজিদ সকাল ৮.০০, সাতক্ষীরা দত্তবাগ ঈদগাহ ময়দান সকাল ৭.১৫ মিনিট, জাহানাবাজ পূর্বপাড়া জামে মসজিদ সকাল ৮.৩০ মিনিট, পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিট। বাঁকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮:৩০ মিনিটে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত না হতে পারলে, ঔ একই সময়ে বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে, উপজেলা কোটঁ জামে মসজিদ সকাল ৮টায়,কালিগঞ্জ থানা জামে মসজিদ সকাল সাড়ে ৭টা, হাড়দ্দহা ঈদগাহ ময়দান সকাল ৮টা,দঃ শীতলপুর ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭টা,চরদহা বায়তুল আমান জামে মসজিদ সকাল ৭টা ৩০মিনিট, গড়ের হাটখোলা ঈদগাহ ময়দান সকাল ৮টা,বসন্তপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও ঈদগাহ ময়দান সকাল ৮টা,ঢালী পাড়া জামে মসজিদ সকাল ৭টা ৩০মিনিট,গড়ের হাটখোলা ঈদগাহ ময়দান, দঃশীতলপুর ঈদগাহ ময়দান সকাল সাড়ে সাত টায়, শীতলপুর ঈদগাহ ময়দান সকাল ৮টা, নামাজ গড় জামে মসজিদ সকাল ৮টা, চরদহা জামে মসজিদ ও ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৭টা, কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা ৩২নং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭,৪৫ মিনিটে, চৌমুহনী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায়, চাঁচাই ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়, পারুলগাছা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com