বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কার মেয়েরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারলেন না টপ-অর্ডারের কেউ। দায়িত্ব নিতে ব্যর্থ হলেন মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ দিকে ব্যাটিং ধসে অল্পেই গুটিয়ে গেল বাংলাদেশ। ছোট লক্ষ্য সহজেই তাড়া করে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কার মেয়েরা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ১০১ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ফিরল সমতা। প্রথম ম্যাচে নিজেদের রান তাড়ার রেকর্ড গড়ে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। একই মাঠে শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে খেলবে দুই দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও রুবাইয়া হায়দার। পঞ্চম ওভারে রুবাইয়াকে বোল্ড করে জুটি ভাঙেন উদেশিকা প্রাবোধিনি। ৩ চারে ১৭ বলে ১৬ রান করেন বাঁহাতি ওপেনার। তিন নম্বরে নামা সোবহানা মুস্তারিকে নিয়ে নবম ওভারে দলীয় পঞ্চাশ পূর্ণ করেন শামিমা। ৩ চারে ১৮ বলে ২৩ রান করে ওই ওভারেই ফেরেন এই কিপার-ব্যাটার। ১৮ রান করে বোল্ড হয়ে যান সোবহানা। এরপর মুর্শিদা খাতুন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ইনিংসের একমাত্র ছক্কায় ১০ বলে ১৪ রান করেন বাঁহাতি ব্যাটার। আগের ম্যাচে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জেতানো নিগার সুলতানা এদিন দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ১৭ বলে করেন ৭ রান। শেষ দিকে ¯্রফে ১৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে একশ রানে গুটিয়ে যায় সফরকারীরা। রান তাড়ায় শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করে ফেলে স্বাগতিকরা। সপ্তম ওভারে রাবেয়া খানের বলে সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে স্টাম্পড হন আতাপাত্তু। ৬ চার ও ১ ছয়ে ২৭ বলে ৩৩ রান করেন অভিজ্ঞ ব্যাটার। দশম ওভারে আরেক ওপেনার বিশ্মি গুনারতেœকে (১৭ বলে ১২) ফেরান ফাহিমা খাতুন। তার পরের ওভারে এলবিডবিøউ হন নিলাকশি ডি সিলভা। এরপর আর বিপদ ঘটতে দেননি হার্শিথা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। হার্শিথা ৪২ বলে ২৯ ও কাভিশা করেন ১৮ বলে ২০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১০০ (শামিমা ১৮, রুবাইয়া ১৬, সোবহানা ১৮, নিগার ৭, মুর্শিদা ১৪, রিতু ৫, সুলতানা ৪, নাহিদা ০, ফাহিমা ৬*, রাবেয়া ০, ফারিহা ১; উদেশিকা ৩-০-২১-২, ওশাদি ৩-০-২৬-১, সুগন্ধিকা ৪-০-১৪-২, কায়া ২-০-১৪-১, ইনোকা ৩.৩-০-৯-২, কাভিশা ৩-০-১৩-২)
শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১০১/৩ (আতাপাত্তু ৩৩, বিশ্মি ১২, হার্শিথা ২৯*, নিলাকশি ৪, কাভিশা ২০*; ফারিহা ২.৩-০-২৩-০, সুলতানা ৪-০-২৪-০, রাবেয়া ৪-০-১১-১, নাহিদা ৪-০-২৬-০, ফাহিমা ৪-০-১৬-২)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com